পুলিশ সদস্যদের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১৫:৪০
পুলিশ সদস্যদের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পুলিশ সদস্যদের কল্যাণে বেশ কিছু বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বুধবার (১৯ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।


নির্দেশনাগুলো হলো-


১। ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেয়ার বিষয়টি বিবেচনা করা।


২। পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেয়া।


৩। পুলিশের জন্য নির্মাণাধীন প্রকল্পের যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে শেষ হয়েছে, সেগুলোতে অর্থ ছাড় করা।


৪। ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা।


৫। পুলিশের এসআই ও এএসআই র‍্যাংকের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।


এ ছাড়া কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করে যাদের পারফরম্যান্স অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করা এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com