ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু ২০৩১ সালের পর
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১৭:০২
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু ২০৩১ সালের পর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নামে নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ চূড়ান্ত করা হয়েছে।


রবিবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত গঠিত কমিটির সদস্যদের বৈঠকে এ নাম চূড়ান্ত করা হয়। এ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।


তবে ইউজিসির কর্মকর্তারা বলছেন, নামকরণ চূড়ান্ত হলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব প্রক্রিয়া শেষ করে শিক্ষা কার্যক্রম শুরু করতে আরও পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে। ফলে ২০৩১ সালের আগে নতুন নামে এ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরুর কোনো সম্ভাবনা নেই।


ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. জামাল উদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ইউজিসি চেয়ারম্যান আজ সকালে ৭ কলেজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ঘোষণা করেছেন। এ নাম চূড়ান্ত।


কবে নাগাদ এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে জানতে চাইলে জামাল উদ্দীন বলেন, মাত্রতো নাম ঠিক হলো। এখন আইন নিয়ে কাজ করতে হবে। এরপর সংসদে এ আইন পাস করে তবেই বিশ্ববিদ্যালয় গঠন প্রক্রিয়া শুরু হবে। পুরো শিক্ষা কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে।


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু ২০৩১ সালের পর


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরুর আগে কীভাবে সাত কলেজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা চলবে- এমন প্রশ্নে তিনি বলেন, চলতি বছরও ঢাবির অধীনে অনার্সে ভর্তি করা হবে। ঢাবি নতুন একটি প্রশাসনিক আইনের মাধ্যমেই সাত কলেজের কার্যক্রম চালাবে।


এর আগে রবিবার সকাল ১০টায় ইউজিসি অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তাদের বৈঠক শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত এ বৈঠক চলে।


সেখানে নাম ঠিক হওয়ার পর কীভাবে চলবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে আরও সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ইউজিসি কর্মকর্তা ও শিক্ষার্থীরা।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com