লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত শুরু
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২
লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজা শুরু হয়েছে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ।


রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টা ১০ মিনিটে শুরু হয় মোনাজাত। এর আগে সকাল থেকে হয় হেদায়েতর বয়ান। বিশেষ এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ইজতেমার আয়োজকরা ধারণা করছেন।


ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।


আখেরি মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।


এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানান, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় প্রায় সাত হাজার পুলিশ নিয়োজিত থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com