
গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা প্রথম পর্ব । যা শেষ হবে ২ ফেব্রুয়ারি।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হবে। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সাদ অনুসারীরা।
বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির সমাগম হয়ে থাকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। এ বছর সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার।
ইতিমধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ইজতেমা আগত মুসল্লিদের পানি, টয়লেট সুবিধা, পয়ঃনিষ্কাশন ও ইলেকট্রিসিটি সরবরাহের জন্য কাজ চলমান রয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ইজতেমা ময়দানে সার্বিক পর্যবেক্ষণ করার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, ইজতেমার ময়দানের আশেপাশের রাস্তার উভয় পাশের অবৈধ দোকানপাট অপসারণের জন্য আগামী রবিবার থেকে গাজীপুর সিটি করপোরেশনের এবং গাজীপুর জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।
আগামী ৩১ জানুয়ারি ৫৮তম বিশ্ব ইজতেমা আয়োজন উপলক্ষে ইজতেমা ময়দানের চারিদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ইজতেমা ময়দানের সামনের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছেন। শেষ মুহূর্তের কিছু কাজ বৃহস্পতিবারের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানান ইজতেমা কর্তৃপক্ষ।
বিবার্ত/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]