২ দিন তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ২৩:৩৬
২ দিন তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বছরের শুরু থেকে রাজধানীসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন।


৪ জানুয়ারি, শনিবার পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও দেশের অন্যত্র তাপমাত্রা ১১ ডিগ্রির ওপরে রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখাও মিলছে। তাপমাত্রাও বেড়েছে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত।


আগামী সোমবার পর্যন্ত সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে।


আবহাওয়ার অফিসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শনিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকায় শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ৬ ডিগ্রি।


এছাড়াও শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। শুক্রবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এদিন দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেড়েছে। ফলে শীত কিছুটা কমেছে। আগামী দুইদিনও শীত কিছুটা কম থাকবে। তবে ঘন কুয়াশা ও দিনের বেলায় শীত বিরাজমান থাকবে। এই সাপ্তাহের শেষের দিকে বৃষ্টি হতে পারে। এরপর আবারও তাপমাত্রা কমতে পারে, ভারী শীত পড়তে পারে।


শনিবার রাত ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সে বলা হয়েছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


৪ জানুয়ারি, রবিবারও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com