এটা আমাদের সবার দেশ, কারও জমিদারি না : ধর্ম উপদেষ্টা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:০২
এটা আমাদের সবার দেশ, কারও জমিদারি না : ধর্ম উপদেষ্টা
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা যেন লুটপাট করে শেষ করে দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এটা আমাদের সবার দেশ, কারও জমিদারি না। এই দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি। পাঁচ বছর পর পর ভোট হবে। জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। ছলেবলে কৌশলে ক্ষমতার চেয়ার আটকে ধরে গণতান্ত্রিক সংস্কৃতিকে গলা টিপে হত্যা করা কোনো দেশ প্রেমিকের কাজ হতে পারে না।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি নেছারাবাদ কামিল মাদরাসায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় ধর্ম উপদেষ্টা বলেন, দেশের উন্নয়নে আসুন আমরা একযোগে কাজ করি। আজকে আমরা ক্ষমতায় আছি, বিগত দিনে আরেক দল ছিল, আগামী দিনে আরেক দল আসবে। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল।


তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর কিছু দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় লুট, হামলা ও ভাঙচুর করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেপ্তার করেছি এবং ৭০টিরও অধিক মামলা হয়েছে। সে মামলার প্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যের বিকল্প নেই।


জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মো. নেছারুল হক, আমিরুল মুসলিহিন খলিলুর রহমান নেছারাবাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শহিদুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন নেছারাবাদ মাদরাসার অধ্যক্ষ গাজী শহিদুল ইসলাম।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com