
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই আবেদন চলবে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পরে পিএসসি জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ শুরুর বিষয়ে কমিশনের একটি সভা হয়। সভায় ৪৭তম বিসিএসের আবেদনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৯ ডিসেম্বর থেকে এই বিসিএসের আবেদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সরকার সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ স্থগিত রাখে পিএসসি। এরপর বুধবার (১০ ডিসেম্বর) সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি হয়।
গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে অনিবার্য কারণে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন স্থগিত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]