ক্যারিবীয় পেসে দিশেহারা, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২২:৫৯
ক্যারিবীয় পেসে দিশেহারা, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিজ বাঁচানোর লক্ষ্যে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এদিনও আগে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা বিপর্যয়ে পড়েছে।


ম্যাচের মাত্র ১১ ওভার না যেতেই ৬৪ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। জেইডেন সিলসের সুইংয়ে দিশেহারা হয়ে আউট হয়েছেন সৌম্য সরকার, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।


একপ্রান্ত আগলে রাখা তানজিদ তামিমও ক্যাচ দিয়েছেন জাস্টিন গ্রিভসের বলে।


একপ্রান্তে সতীর্থদের যাওয়া-আসার মিছিল দেখে হয়তো একপর্যায়ে মনোযোগ হারিয়েছেন তানজিদ। ঝোড়ো শুরু করা এই টাইগার ওপেনার গ্রিভসের ১১তম ওভারে পরপর দুটি চার হাঁকিয়েছেন।


এরপর ব্যাকওয়ার্ড পয়েন্টের ওপর দিয়ে মারতে গিয়ে সেখানে থাকা রোস্টন চেজের হাতে সহজ ক্যাচ দিয়ে বসেন তানজিদ। বাংলাদেশের ইনিংসে বলার মতো কেবল পারফর্ম করছিলেন এই বাঁ-হাতি, ৩৩ বলে ৪৬ রান করে তিনিও ফিরলেন।


বাংলাদেশের হোঁচট খাওয়া শুরু হয় সৌম্যকে দিয়ে। আগের ম্যাচে ১৯ রান করলেও, এদিন ফিরলেন মাত্র ২ রানে। সিলসের বলে মিড অনে ক্যাচ দিয়ে সৌম্য বিদায় নেন দলীয় ২৬ রানে।


তিনে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিলেন লিটন। ১৮ বলে ৪ রান করে ক্রমাগত চাপ বাড়িয়েছেন নিজের ওপর। সেটি থেকে নিস্তার পেতে বাউন্সার পেয়েই পুল করতে যান সিলসের বলে।


কিন্তু ব্যাটের আগায় লেগে সেটি ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা ফিল্ডারের হাতে ধরা পড়ে।


আগের ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত (৭৪) রান করা অধিনায়ক মেহেদি মিরাজের ওপরই আজকের বিপর্যয় সামলানোরও দায়িত্ব এসে পড়ে। কিন্তু এদিন তিনি ব্যর্থ।


সিলসের বল ছাড়তে গিয়েও তিনি ছাড়েননি। তার ব্যাট ছুঁয়ে সেটি স্টাম্পের বেল ভেঙে দেয়। মাত্র ১ রান করে বিপদ বাড়িয়ে বিদায় নিলেন বাংলাদেশ অধিনায়ক।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com