জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি, বুধবার থেকে মাস গণনা
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ২১:৪১
জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি, বুধবার থেকে মাস গণনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের আকাশে আরবি পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ কোথাও দেখা যায়নি। তাই জমাদিউস সানি মাসের গণনা শুরু হবে আগামী বুধবার (৪ ডিসেম্বর) থেকে।


২ ডিসেম্বর, সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরির জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী বুধবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা করা হবে।


এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।


সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ওয়াকফ প্রশাসক (অতিরিক্ত সচিব) মো. ফখরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আব্দুর রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. রুহুল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের সানী খতিব হাফেজ মাওলানা মুফতি আফফান মুহাম্মাদ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com