রাতারাতি একটি কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না: আইন উপদেষ্টা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৪:৫৬
রাতারাতি একটি কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না: আইন উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ তিতুমীর কলেজের ভেতরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, কোনো কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়।


১৯ নভেম্বর, মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


এসময় মানুষকে জিম্মি করে কোনো আন্দোলন না করার পরামর্শ দিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেন, ওভার নাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। এটি অযৌক্তিক।


আসিফ নজরুল বলেন, ট্রেনে আক্রমণ করে নারী-শিশুকে আহত করা অমানবিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে, সরকার যখন কঠোর হবে, তখন কঠোর হবার মতই হবে।


এদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে ‘ক্লোজ ডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে তিতুমীর কলেজে। বন্ধ রয়েছে সব ধরনের একাডেমিক কার্যক্রমও।


এরই মধ্যে সরকার দাবি না মানলে আগামী বুধবার (২০ নভেম্বর) থেকে আবারও সড়ক ও রেলপথ অবরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কর্মসূচির নাম তারা দিয়েছেন ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’।


উল্লেখ্য, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য তিন দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- ১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে, ২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে, ৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com