এ সরকারের মেয়াদ ৪ বছর— এমন কথা বলেননি প্রধান উপদেষ্টা
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২৩:৪৯
এ সরকারের মেয়াদ ৪ বছর— এমন কথা বলেননি প্রধান উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কাতারভিত্তিক টেলিভিশন আল জাজিরাকে দেওয়া প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার উদ্ধৃত করে ‘এই সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত’ বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।


সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এমনটি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।


অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরা টেলিভিশনকে দেওয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন সংবিধানের বিষয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সেখানে সংসদের মেয়াদ চার বছরের কথা বলা হয়েছে। এটি কিন্তু অন্তর্বর্তী সরকারের বিষয়ে নয়।


প্রেস সচিব বলেন, আপনারা ভালোমতো শুনুন। আমরা দেখতে পাচ্ছি, অনেকেই ভালোমতো না শুনে একটা হেডলাইন (শিরোনাম) দিয়ে দিচ্ছে।


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে শফিকুল আলম বলেন, দ্রব্যমূল্য মানুষের নাগালে রাখার জন্য আমরা চেষ্টা করছি। সরকারের উদ্যোগের কারণে ডিমের দাম কমেছে। অন্যান্য দ্রব্যের দামও নিম্নমুখী। গত বছর কাঁচা মরিচের দাম ১২শ টাকা পর্যন্ত হয়েছিল। আমাদের চেষ্টার শেষ নেই। আমরা দুটি পত্রিকায় দেখলাম, আলুর দাম ৪০০ টাকা। এমন এক তথ্য দিচ্ছে, মনে হচ্ছে মূল আলুর দামই চারশ টাকা। এটি খণ্ডিত চিত্র। মিসলিডিং প্রতিবেদন।


সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে সরকার সচেতন বলে জানিয়ে প্রেস সচিব বলেন, পুলিশের দেওয়া অপরাধ পরিসংখ্যান দেখাচ্ছে আইনশৃঙ্খলার ভালো উন্নতি হয়েছে। গত বছরের মতো। আমরা মনে করি বাংলাদেশের আইনশৃঙ্খলা ভালোর দিকে যাচ্ছে।


এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com