ফটোসাংবাদিক শোয়েব মিথুন মারা গেছেন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ২১:১৭
ফটোসাংবাদিক শোয়েব মিথুন মারা গেছেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফটোসাংবাদিক শোয়েবুর রহমান মিথুন মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।


সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। বাবা-মা, স্ত্রী এবং ছয় বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন তিনি।


মিথুন নিউজপোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট ছিলেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন তিনি।


জানা গেছে, প্রায় এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন। পরে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। গত কয়েক দিন তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরিবারের ইচ্ছায় তাকে বাসায় নেওয়ার পথে সন্ধ্যায় মিথুনের মৃত্যু হয়।


পরিবারিক সূত্র জানিয়েছে, রাত সাড়ে ৯টায় রাজধানীর উত্তর দনিয়া মসজিদে তার জানাজা হবে। এরপর জুরাইন কবরস্থানে দাফন করা হবে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com