রাষ্ট্র সংস্কারে গঠিত হচ্ছে আরও ৪ কমিশন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১৯:৩৫
রাষ্ট্র সংস্কারে গঠিত হচ্ছে আরও ৪ কমিশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাষ্ট্র সংস্কারে আরও চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কমিশন চারটি হলো স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী অধিকার ও গণমাধ্যম সংস্কার কমিশন।


১৭ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।


জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানকে স্বাস্থ্য কমিশনের প্রধান করা হয়েছে।


এ ছাড়া গণমাধ্যম কমিশনে সাংবাদিক কামাল আহমেদকে, নারী অধিকার বিষয়ক কমিশনে শিরিন হককে এবং শ্রমিক অধিকার বিষয়ক কমিশনে সুলতানউদ্দিন আহমেদকে প্রধান করা হয়েছে।


আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছে রিজওয়ানা।


উল্লেখ্য, সংস্কারে জন্য এর আগে ছয়টি কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। এ নিয়ে মোট ১০টি সংস্কার কমিশন গঠন হলো।


আগের ছয়টি কমিশন হলো নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার কমিশন।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com