খাদ্য অপচয় কমালে সরবরাহে ঘাটতি হবে না: কৃষি উপদেষ্টা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ২০:০৯
খাদ্য অপচয় কমালে সরবরাহে ঘাটতি হবে না: কৃষি উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা প্রত্যাশা করি দেশে সবার জন্য খাদ্য সরবরাহে কোনো ঘাটতি হবে না। তবে, আমাদের এ প্রত্যাশা সহজেই পরিপূর্ণতা পাবে যদি আমরা বড় উদ্বেগের জায়গা, খাদ্যপণ্যের সংগ্রহোত্তর ক্ষতি এবং অপচয় কমাতে পারি।


১৬ অক্টোবর, বুধবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


জাহাঙ্গীর আলম বলেন, কৃষি খাতে উৎপাদন নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, ক্রমহ্রাসমান কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ, জলবায়ু পরিবর্তন, নগরায়ন কিংবা অর্থনৈতিক উন্নয়নের কারণে আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ আজ চ্যালেঞ্জের সম্মুখীন। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবখাতে দৃঢ় প্রত্যয়ে কাজ করতে হবে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com