ছাত্রলীগকে নিষিদ্ধসহ মাহমুদুর রহমানের সাত দফা দাবি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১৫:৩২
ছাত্রলীগকে নিষিদ্ধসহ মাহমুদুর রহমানের সাত দফা দাবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে এক সপ্তাহের মধ্যে নিষিদ্ধসহ সাত দফা দাবি উত্থাপন করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।


৬ অক্টোবর, রবিবার সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।


মাহমুদুর রহমান বলেন, অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত ১৬ বছরে দেশের সব সন্ত্রাসী কার্যক্রমের জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী। ছাত্র-জনতার বিপ্লবে সারাদেশে যত শিক্ষার্থীকে হত্যা হয়েছে, সব করেছে পুলিশ ও ছাত্রলীগের বাহিনী।


তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমার দেশ পরিবার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে এক সপ্তাহের আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।


বিবার্তা/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com