গণবিরোধী সব আইন সংস্কার করা হবে: আসিফ নজরুল
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৫
গণবিরোধী সব আইন সংস্কার করা হবে: আসিফ নজরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাইবার সিকিউরিটি আইনসহ বিগত স্বৈরাচার সরকার গণবিরোধী যেসব আইন করেছে তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।


২৯ সেপ্টেম্বর, রবিবার দুপুরে তথ্য অধিকার ফোরামের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।


আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইন তাড়াতাড়ি সংশোধন বা রিফর্ম করা হবে। এই আইন একেবারে বাদ দেয়া যাবে না। স্পিচ অফেন্স বাদ দেবো কিন্তু কম্পিউটার অফেন্সিভ কাজ বাদ দেয়া যাবে না। কোন কম্পিউটার হ্যাক করে কারোর মানহানি করলে এটা বাদ দেয়া যায় না।


তিনি বলেন, অধিকার নিয়ে সচেতনতার অভাব রয়েছে। তথ্য অধিকার নিয়ে আমাদের আন্দোলন ঝিমিয়ে গেছে। আইন তৈরি হয়েছে যথাযথ প্রয়োগ করা যায়নি।


তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে তথ্য অধিকার আইন হয়েছে আবার তথ্য অধিকার বিনাশও করা হয়েছিল। অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছিল। এগুলো যেন আর ফিরে না আসে, সেই ব্যবস্থা করা হবে। সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার।


আসিফ নজরুল বলেন, স্বৈরাচার এরশাদ নয় বছরে ৩১ জন মানুষকে হত্যা করেছিল এটা আমরা সমর্থন করি না। স্বৈরাচার হাসিনা সরকার মাত্র দুই সপ্তাহে এক হাজার মানুষ হত্যা করেছে।


তিনি বলেন, আগে মানুষ গুম ও খুন করা হয়েছে কিন্তু কোন তথ্য পায়নি। তথ্য জানার অধিকার সবার থাকতে হবে।


তিনি আরও বলেন, শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ করা সম্ভব নয়। সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে গণতন্ত্র, ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতার কথা।


সভায় বক্তব্য রাখেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক মো. আনোয়ার হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো: মাহমুদুল হোসাইন খান, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com