শাহ আমানতে আড়াই কোটির সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৭
শাহ আমানতে আড়াই কোটির সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।


তার কাছ থেকে উদ্ধার করা মুদ্রা ২ লাখ ৫ হাজার ৭১৪ মার্কিন ডলারের সমতুল্য।


১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিম ওই যাত্রীকে বিমানের ভেতর থেকে আটক করে।


জানা যায়, তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায়। ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৩ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে তার চট্টগ্রাম ছাড়ার কথা ছিল।


বিদেশি মুদ্রাসহ যাত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গণসংযোগ কম কর্তা মো. ইব্রাহিম খলিল।


বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ওই যাত্রীর কাছ থেকে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩০ টাকা দরে ২ কোটি ৩১ লাখ টাকা), ৪৬ হাজার দিরহাম (প্রতি দিরহাম ৩০ টাকা দরে ১৩ লাখ ৮০ হাজার টাকা) উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com