দুদকে একদিনে পদোন্নতি পেলেন ৯৪ জন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩২
দুদকে একদিনে পদোন্নতি পেলেন ৯৪ জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন বিভাগে ও বিভিন্ন পদে ৯৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। বিগত ১৫ বছরে এবারই প্রথম এত বেশি সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হলো।


২ সেপ্টেম্বর, সোমবার দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক দাউদ হোসেন চৌধুরীর সই করা পৃথক পৃথক অফিস আদেশে এসব পদোন্নতি দেওয়া হয়েছে।


দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সোমবার পদোন্নতি পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপসহকারী পরিচালক থেকে সহকারী পরিচালক পদে ৬ জন ও প্রধান সহকারী থেকে উপ-সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ৪০ জন। উচ্চমান সহকারী থেকে প্রধান সহকারী পদে পদোন্নতি পেয়েছেন ৬ জন, উচ্চমান সহকারী থেকে সহকারী পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ২১ জন, ডাটা অপারেটর থেকে উচ্চমান সহকারী পদে ২ জন, অফিস সহায়ক থেকে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে ৬ জন এবং কনস্টেবল থেকে কোর্ট সহকারী (এএসআই) পদে ১৩ জন পদোন্নতি পেয়েছেন।


এর আগে গত ২৯ আগস্ট ৯ জনকে উপ-পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com