কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১৮:০৪
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।


১৮ আগস্ট, রবিবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।


এই আন্দোলনে মোট কতজন পুলিশ সদস্য আহত হয়েছেন সে সম্পর্কে কিছু জানায়নি সদর দফতর।


সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন মাঠে গড়ায় গত ১ জুলাই। শুরুতে আন্দোলন অহিংস থাকলেও ১৬ জুলাই থেকে তা সহিংস রূপ নেয়। তখন থেকেই আন্দোলনকারীসহ সাধারণ জনতার ক্ষোভ ছিল পুলিশের ওপর। ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে ১৪ পুলিশ সদস্যকে হত্যা করে বিক্ষুব্ধ জনতা।


৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে বিভিন্ন থানায় হামলার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালায়। বিভিন্ন থানায় ভাঙচুর ও লুটপাট চলে। শুধু ঢাকাতেই ৪৪টি থানায় এই হামলার ঘটনা ঘটে। সারাদেশে বেশির ভাগ থানা আক্রান্ত হওয়ায় পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। প্রায় এক সপ্তাহ পর থানার কার্যক্রম স্বাভাবিক হয়।


নিহত কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com