
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারও বড় রদবদল করা হয়েছে।
এবার একযোগে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ কর্মকর্তাকে ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
১৭ আগস্ট, শনিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর), ডিএমপির উপ-পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার (দক্ষিণ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার আমিনুল ইসলামকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল হককে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলীকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (রমনা বিভাগ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহল কবীর খানকে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার রওনক আলমকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়।
অপর প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার ফারুক আহমেদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন বিভাগ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) (সদরদপ্তর ও প্রশাসন বিভাগ) মো. আসফিকুজ্জামান আকতারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সিটি সাইবার ক্রাইম ও ইনভেস্টিগেশন বিভাগ, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (বদলির আদেশপ্রাপ্ত) রওনক জাহানকে ডিএমপির উত্তরা বিভাগের উপ কমিশনার, ডিএমপির ওয়ারী বিভাগের (ট্রাফিক-বদলির আদেশপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার রওনক আলমকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-কমিশনার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]