সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রতিবাদ
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০০:০৫
সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রতিবাদ
লন্ডন প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা ও শেখ হাসিনা সরকারের প্রস্থানকে ঘিরে সমগ্র বাংলাদেশে অস্থিরতার কারণে একটি ধর্মান্ধ মহলের উসকানিতে সমগ্র বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীকে লক্ষ্য করে হিন্দুদের মন্দির ভাংচোর, অগ্নিসংযোগ, সম্পত্তি দখল, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে যাচ্ছে।


এযাবৎ সমগ্র বাংলাদেশে দশ হাজার হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান লুট, মন্দিরে অগ্নিসংযোগ, হাজারেরও বেশি হিন্দু নারী-পুরুষ হামলার শিকার হয়েছেন।


এসবের প্রতিবাদ ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বন্ধের দাবিতে ব্রিটেনে বসবাসরত কয়েক হাজার হিন্দু নারী-পুরুষ ও অন্যান্য ধর্মাবলম্বী ১০ আগস্ট, শনিবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানববন্ধন করেছে।


সেই সাথে ব্রিটিশ বাঙালি হিন্দুদের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ও বাংলাদেশ হাইকমিশন বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।


এসময় বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।


সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের কোন সরকারই হিন্দুদের নিরাপত্তা দিতে পারেনি। দেশে কোন রাজনৈতিকগোলযোগ সৃষ্টি হলেই হিন্দু বিদ্বেষী একটি মহল হিন্দুদের উপর হামলা চালায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ১৯৭৫, ২০০০, ২০১৩-২০১৪, ১০১৮ সালে সমগ্র দেশে হিন্দুরা হামলার শিকার হয়।


সমাবেশে সনাতন অ্যাসোসিয়েশন ইউকে, বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ইউনিটি, জগন্নাথ হল এলামনাই অ্যাসোসিয়েশন, পূজা উদ্‌যাপন কমিটি, সেইভ মাইনরিটিস ইন বাংলাদেশ, বেঙ্গলী খ্রিষ্টান অ্যাসোসিয়েশনসহ ২০টিরও বেশি হিন্দু সংগঠন এই মানব বন্ধনের আয়োজন করে।


বিবার্তা/জুয়েল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com