
ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা হবে না। ইন্টারনেট মানবাধিকারের অংশ। এটা লঙ্ঘন করা যাবে না।
১১ আগস্ট, রবিবার প্রথম দিন সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাক ও আইসিটি উপদেষ্টা আরও বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। তারুণ্যনির্ভর আইসিটি খাত গঠনে কাজ করবো। তরুণদের কথা শুনবো।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]