
কোটা আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিএনপি নেতা কর্মীদের পরিকল্পিত নাশকতার অভিযোগ এনে কোটা আন্দোলনের সহ-সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম রাব্বি।
ঢাবির ইংরেজি বিভাগের এ শিক্ষার্থী বলেছেন, ‘নিজে কোনো ধরনের সহিংসতার সাথে কখনোই জড়িত ছিলাম না। ১৬ তারিখ থেকে আন্দোলনের সাথে আমার কোনো সম্পর্ক নাই।’
শনিবার (২৭ জুলাই) ফেসবুক স্ট্যাটাসে তিনি তুলে ধরেছেন আন্দোলনের নামে নাশকতার তথ্য।
তিনি লিখেছেন, ‘২৪ এর যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে আমি অংশগ্রহণ করি। প্রথম থেকে আন্দোলন স্বাভাবিকভাবে চললেও ১৫ তারিখে রাজু ভাস্কর্য থেকে কিছু অতি উৎসাহি বিজয় একাত্তর হলে গিয়ে সাবাত ভাইসহ অন্যান্যদের উপর আক্রমণ করে রক্তাক্ত করলে এই আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার সুযোগ পায়।’
সহসমন্বয়ক রাব্বির আরো লিখেছেন, ‘একইসাথে বিএনপি তাদের নেতা কর্মীদের আন্দোলনে অংশ নেওয়ার সরাসরি নির্দেশ দেয়। এতে করে বিএনপি নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে অনুপ্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালাবে এবং দায় চাপিয়ে দেবে সাধারণ শিক্ষার্থীদের উপর- এটা অনুমান করতে পেরে ১৬ তারিখে আমি আন্দোলন থেকে সরি আসি, এবং ওইদিন বিকেলে হল ছেড়ে বাসায় চলে যাই। পরবর্তীতে দেখতে পাই বেশ কিছু জায়গায় গান পাউডার দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়। এটা কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের কাজ নয়। নিশ্চিতভাবে বিএনপি নেতা কর্মীদের পরিকল্পিত তাণ্ডব। আমি নিজে কোনো ধরনের সহিংসতার সাথে কখনোই জড়িত ছিলাম না। ১৬ তারিখ থেকে আন্দোলনের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক পদ থেকে আমি "গোলাম রাব্বি" স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]