
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে বুধবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা শিথিলের পর আবারও কারফিউ বহাল হয়েছে।
যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন মোড়ে চলছে চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি নিয়মিত টহল।
কারফিউয়ের বিরতি বাড়ানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান জানান, কারফিউয়ের মধ্যে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবারও সারা দেশে কারফিউ শিথিল থাকছে। বাকি জেলাগুলোতে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনের।
এদিকে তিন দিনের সাধারণ ছুটির পর খুলেছে অফিস-আদালত। সকাল ১০টা থেকে কারফিউ শিথিলের পর, চিরচেনা চেহারায় ফিরেছে রাজধানী। তবে বাইরে বেরিয়েই ভোগান্তিতে পড়েছেন অনেকে। কিছু সড়কে চলাচল বন্ধ ও যানবাহন সংকটই ছিল এর বড় কারণ।
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা, হামলা ও ভাঙচুর শুরু হলে শুক্রবার মধ্যরাত থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করা হয়। এ সময় সাধারণ ছুটির ঘোষণা দেয় সরকার। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বুধবার থেকে অফিস খোলার ঘোষণা দেয় সরকার।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]