
কুয়াকাটায় আটকে পড়া প্রায় দুই শত পর্যটককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে চারটি যাত্রীবাহী বাসে সেনাসদস্যদের প্রহরায় তাদের বরিশাল নগর হয়ে ঢাকায় পৌঁছ দেওয়া হয়।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অংছিং মারমা জানান, কুয়াকাটায় আটকে পড়া পর্যটকদের চারটি বাসে করে বরিশালের অংশ পার করে দেওয়া হয়েছে।
পর্যটক বহনকারী চারটি বাস বরিশালের লেবুখালী সেতু থেকে তাদের গ্রহণ করা হয়। সেনাবাহিনীর সঙ্গে এ কাজে জেলা ও মেট্রো পুলিশ সহায়তা করেছে। পরে বরিশাল অংশ পার হয়ে সংশ্লিষ্ট জেলায় থাকা সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে তাদের ঢাকায় পৌঁছে দেয়।
পর্যটকরা ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন শহর থেকে গত ১৫ জুলাই থেকে বিভিন্ন সময় কুয়াকাটায় এসেছিল।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]