
কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করে রেখেছেন কোটাবিরোধীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।
১৮ জুলাই, বৃহস্পতিবার দুপুর ১২টার পর রেললাইন অবরোধ করেন আন্দোলনকারীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, “মহাখালী ও নাখালপাড়া এলাকায় ট্রেন চলার পথে বাধা সৃষ্টি করেছে। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।”
প্রসঙ্গত, সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোটাবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এর আগে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বৃহস্পতিবার (১৮ জুলাই) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]