
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি কোকেনসহ স্টিলা সান্তাই (৩০) নামে ব্রাজিলের বাহামারের এক নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধার কোকেনের আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকা।
সোমবার (১৫ জুলাই) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতার কোকেনসহ তাকে গ্রেফতার করে।
বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ‘আটক নারী গত ১২ জুলাই ব্রাজিলের সাওপাওলো থেকে রওয়ানা দিয়ে প্রথমে দুবাই, পরে দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ১৩ জুলাই চট্টগ্রাম পৌঁছান। কিন্তু ওই দিন তার ব্যাগেজ না আসায় তিনি চট্টগ্রামের একটি হোটেলে অবস্থান করেন।’
‘তখন থেকেই বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা নজরদারিতে ছিলেন ওই নারী। আজ সোমবার সকালে বিমানবন্দরে লাগেজ আনতে গেলে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে লাগেজে থাকা ইউপিএস এর ভেতরে লুকোনো ৩ কেজি ৯০০ গ্রাম কোকেন পাওয়া যায়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]