প্রধানমন্ত্রীর ডিপিএসের ছবি দিয়ে ভুয়া আইডি, সতর্ক থাকার অনুরোধ
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১৫:৫৭
প্রধানমন্ত্রীর ডিপিএসের ছবি দিয়ে ভুয়া আইডি, সতর্ক থাকার অনুরোধ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) এম এম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে ফেসবুকে এ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ পেতেছে কোনো একটি মহল। সেই অ্যাকাউন্ট থেকে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে।


১২ জুলাই, শুক্রবার বিষয়টি নজরে এলে, সবাইকে সতর্ক করার জন্য ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন ইমরুল কায়েস।


‘Engr Nazmul Sarkar’ নামে খোলা ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেয়া হচ্ছে। ওই ভুয়া অ্যাকাউন্টধারীর একটি পোস্টের স্ক্রিনশটও নিজের ফেসবুকে দিয়েছেন ইমরুল কায়েস।


তিনি বলেন, ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষের সঙ্গে প্রতারণা এবং আমার মানহানি করা হচ্ছে।


ইঞ্জিনিয়ার নাজমুল সরকার নামের ওই অ্যাকাউন্টের একটি পোস্টে লেখা হয়েছে, ১৩ জুলাই অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সব বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। ফাঁসকৃত প্রশ্ন পরীক্ষায় ১০০% হুবহু কমন আসবে। প্রশ্ন সমাধানসহ দেয়া হচ্ছে। যাদের প্রশ্ন লাগবে তারা দ্রুত আমাকে ম্যাসেজ দিন।


প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, শুক্রবার সকালে বিষয়টি আমার নজরে আসে। পেশাগত প্রয়োজনে সস্পৃক্ত বিভিন্ন গ্রুপে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।


একই সঙ্গে সাইবার অপরাধ দমনে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত ইউনিটে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।


খোদ প্রধানমন্ত্রীর ছবিসহ তার কার্যালয়ের একজন কর্মকর্তাকে হেয় করতেই, এভাবে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com