
সম্প্রতি ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়েছে। এদিকে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক ‘গুজব’ বলে দাবি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। এ ধরনের খবরে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
৭ জুলাই, রবিবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিবার্তা/ইমি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]