
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সহকারী পরিচালক বদরুন নাহারের বিরুদ্ধে মামলা হয়েছে। ৭ কোটি ৭৫ লাখ সাত হাজার ৪৯৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা করেছে। একই দিন তার স্বামী সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদের বিরুদ্ধেও একটি মামলা করেছে দুদক।
১ জুলাই, সোমবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি করেন।
তাদের দুই জনের নামে প্রায় সাত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পেয়েছে দুদক। এছাড়া বদরুন নাহার এক কোটি ৩০ লাখ টাকার সম্পদের ভুয়া তথ্য দিয়েছেন। তাদের ছেলে আসিফ মাহমুদ ওরফে আসিফ হাসানের মালিকানাধীন গ্লোবাল কনসেপ্ট নামের একটি প্রতিষ্ঠানও পাওয়া গেছে।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক রাজস্ব কর্মকর্তা বদরুন নাহার দুদকের কাছে দেয়া বিবরণীতে ৮ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৯৫২ টাকার সম্পদ দেখিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৯ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৬১৫ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা। এ ছাড়া ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষে পারিবারিক ব্যয়সহ তাঁর দায় দেনা ছিল ২ কোটি ২১ লাখ ১৬ হাজার ৫৮৫ টাকা। সেই হিসাবে তাঁর মোট অর্জিত সম্পদের চেয়ে ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের অতিরিক্ত বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে মনে করছে দুদক।
এজাহার থেকে আরো জানা যায়, রাজস্বের এই সাবেক কর্মকর্তা রাজধানীর বনশ্রীর এফ ব্লকে সাড়ে তিন কাঠা জমিতে নিজ নামে একটি ছয়তলা বাড়ি করেছেন। দুদকের কাছে যার নির্মাণ ব্যয় দেখিয়েছেন ৮০ লাখ ৯৫ হাজার টাকা। দুদকের অনুসন্ধানে একজন নিরপেক্ষ প্রকৌশলীর পরিমাপে বাড়ির নির্মাণ ব্যয় পাওয়া গেছে ২ কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকা।
এনবিআরের ফয়সালের খুলনায় আবাসিক এলাকায় দুই বিঘার প্লটএনবিআরের ফয়সালের খুলনায় আবাসিক এলাকায় দুই বিঘার প্লট বদরুন নাহার বাড়ি নির্মাণে ১ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকা মূল্যের সম্পদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। একই সঙ্গে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের সম্পদ রয়েছে তার।
অপর একটি মামলায় আসামি বদরুন নাহারের স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদ। তার বিরুদ্ধে ১ কোটি ৮ লাখ ৯০ হাজার ৭২৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি তাঁর সম্পদ বিবরণীতে ২ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৮৫১ টাকার সম্পদ অর্জনের তথ্য ঘোষণা করেন। ২০১৪-১৫ করবর্ষ থেকে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য ব্যয়ের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৯১ লাখ ৭৫ টাকার।
মামলা বিষয়ে বদরুন নাহার ও তার স্বামী কবির আহমেদের ফোন নম্বরে একাধিকবার কলা হলেও তারা সাড়া দেননি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]