
ঈদের ছুটির পর আজ বুধবার (১৯ জুন) থেকে সরকারি অফিস খুলবে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ঈদুল আজহার ছুটির পর, প্রথম কর্মদিবস থেকে নতুন এ অফিস সময়সূচি কার্যকর হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী যথারীতি কোর্ট-কাচারী ও স্টক মার্কেট চলবে। গত ৩ জুন মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
বাংলাদেশে স্বাভাবিক সময়ে অফিস চলতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। এখন আবার আগের সময়সূচিতে ফিরছে অফিস সময়।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। আর শুক্রবার ও শনিবার ছুটি থাকবে।
এখন কী কারণে অফিস সময় পুনঃনির্ধারণ করা হলো, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটিই তো স্বাভাবিক ছিল। দিনে ৮ ঘণ্টা কাজ হবে। ৫ দিনে ৪০ ঘণ্টা। এতোদিন ৩৫ ঘণ্টা কাজ হতো, কিন্তু সেটি বিশেষ ব্যবস্থা ছিল। এখন আবার মূল অবস্থায় আসা হলো।
এদিকে, ঈদুল আজহার পাঁচ দিনের ছুটি পাওয়ায় নগরবাসীর অনেকে ঢাকা থেকে গিয়েছিলেন গ্রামে। ঈদ শেষে এবার ফেরার পালা। কেউ কেউ বাড়তি ছুটি নিলেও কর্মজীবীদের কেউ কেউ ঈদের দ্বিতীয় দিনেই ঢাকায় ফিরছেন।
মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে ট্রেন ও বাস টার্মিনালে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড় দেখা গেছে। আবার দুপুরের পর থেকে অনেককে ঢাকায় ফিরতেও দেখা গেছে। তবে ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আগামী বৃহস্পতিবার থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে বলে জানান তারা।
বাস টার্মিনাল ও কমলাপুরে যারা বাড়ি থেকে এসেছেন তাদের অনেকে জানান, ভোগান্তি এড়াতে তারা আগেভাগেই ঢাকায় এসেছেন। ঢাকায় যারা ফিরছেন তাদের বেশিরভাগই আগামীকাল থেকে অফিস করবেন।
মঙ্গলবার বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, গত দুইদিন ধরে সুনসান থাকা স্টেশনে লোকজন বেড়েছে। বিশেষ করে বিকেলে ট্রেনগুলোতে করে যাত্রী আসায় স্টেশনে কিছুটা প্রাণচাঞ্চল্য এসেছে। যখন একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছায় তখনই যেন স্টেশন সরব হয়ে ওঠে।
স্টেশনে ট্রেন থেকে নামা কয়েকজন যাত্রী জানান, আগামীকাল থেকে অফিস খোলায় তারা এসেছেন। ঈদের পরে ঢাকা ফেরার বাড়তি ভিড় এড়াতেও অনেকে আগে ফিরে এসেছেন।
রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে, দেশের বিভিন্ন গন্তব্যে যেতে যাত্রীরা ভিড় করেছেন। তারা জানিয়েছেন, বিভিন্ন কারণে ঈদে বাড়ি ফিরতে না পারলেও পরদিন যাচ্ছেন স্বজনদের সঙ্গে ঈদপরবর্তী আনন্দ ভাগাভাগি করতে।
মঙ্গলবারও অনেকে ঢাকা ছাড়ার জন্য টিকিট কেটেছেন বলে কাউন্টার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]