পদক পাচ্ছেন সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০১:৩৬
পদক পাচ্ছেন সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যেসব পুলিশের সদস্য দায়িত্ব পালন করেছেন, তাদের একটি করে পদক ও রিবন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


গত ২৮ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঠিক কতজন পুলিশ সদস্য এ পুরস্কার পাচ্ছেন তা উল্লেখ করা হয়নি।


জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, এবারের পদকের নাম দেয়া হয়েছে জাতীয় সংসদ নির্বাচন-২০২৪। যেসব পুলিশ সদস্য নির্বাচনের কাজে তালিকাভুক্ত ছিলেন, তারা এ পুরস্কার পাবেন। এখন বাংলাদেশ পুলিশ এ কাজটি তদারকি করবে।
এ ব্যাপারে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পদক ও রিবন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। কতসংখ্যক পুলিশ সদস্য এ পুরস্কার পাবেন, তা পরবর্তীকালে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, পদক হবে সাদা সংকর ধাতু দিয়ে তৈরি। এর আকৃতি হবে ষড়ভুজ এবং দুই বিপরীত কোণের মধ্যবর্তী দূরত্ব হবে ৩৫ মিলিমিটার। পদকের সামনের দিকে একটি বর্গাকৃতি ব্যালট বাক্সের ছিদ্রে ভাঁজ করা ব্যালট পেপার সদৃশ একটি অংশ উৎকীর্ণ থাকবে। পদকের সামনের ভাগে সংসদীয় নির্বাচন এবং নিচের অংশে জানুয়ারি ২০২৪ লেখা উৎকীর্ণ থাকবে। পদকের পেছনের মধ্যভাগে সংসদ ভবন ও ওপরে বাংলাদেশ উৎকীর্ণ থাকবে।


অন্যদিকে, রিবনের প্রস্থ হবে ৩০ মিলিমিটার। রিবনের মধ্যভাগ হবে সাদা। উভয় পাশ হবে আইস গ্রিন রঙের। এ আইস গ্রিনের উভয় পাশে আবার গাঢ় লাল রং থাকবে। প্রতি রঙের প্রস্থ হবে ছয় মিলিমিটার।


এর আগে, ২০২১ সালেও নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পদক ও রিবন দেয়া হয়। তখন নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের একসঙ্গে পুরস্কৃত করা হয়েছিল।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com