ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১৫:১০
ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদুল আজহায় স্বস্তিতে ঘরে ফেরা মানুষের জন্য আগাম টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ। ৫ দিনব্যাপী দুই শিফটে বিক্রি করা হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। বৃহস্পতিবার (৬ জুন) বিক্রি হচ্ছে ১৬ জুনের টিকিট।


এরই মধ্যে সকালে একটি ঈদ স্পেশালসহ পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের, সাড়ে ১৬ হাজার টিকিট বিক্রি করা হয়। এসব টিকিটের বিপরীতে সকাল ৮টা থেকে প্রথম আধাঘণ্টায় সার্ভারে হিট হয়েছে ৬০ লাখ বার।


সকালের শিফটে উন্মুক্ত হয় পশ্চিমাঞ্চলের টিকিট। দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। দুই শিফটে আজ দুইটি ঈদ স্পেশালসহ ৪৩টি ট্রেনের মোট সাড়ে ৩২ হাজার টিকিট বিক্রি হচ্ছে।


এখন পর্যন্ত অনলাইনে কোনো বিড়ম্বনা ছাড়ায় টিকিট কাটছেন যাত্রীরা।


এবার গত বছরের তুলনায় টিকিটের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার। টিকিট বিক্রির মতো ঈদযাত্রাও স্বস্তিদায়ক হবে বলে প্রত্যাশা করেন তিনি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com