
‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ শীর্ষক হাফ ম্যারাথন ঘিরে শুক্রবার (৭ জুন) ভোর তিনটা থেকে সকাল ১০টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ থাকবে।বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই হাফ ম্যারাথনে নিশ্ছিদ্র নিরাপত্তায় নিয়োজিত থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৫০ জন সদস্য।
৬ জুন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ম্যারাথনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা।
তিনি জানান, ৭ জুন ভোর ৫টায় ঢাকার হাতিরঝিলে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ শীর্ষক হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ডিএমপি কর্তৃক আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে রাত ৩টা থেকে হাতিরঝিলে ৬৫০ জন পুলিশ আইনশৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থাপনায় মোতায়েন থাকবে।
তিনি জানান, হাতিরঝিলে প্রবেশের জন্য ৩৭টি পয়েন্ট রয়েছে। প্রত্যেকটি পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য পোশাকে ও সাদা পোশাকে ডিউটিরত থাকবে, যাতে নিরাপত্তা চেকিং ছাড়া কেউ হাতিরঝিলে প্রবেশ করতে না পারে।
এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারীদের সহযোগিতার জন্য পুলিশ প্লাজা কনকর্ড, এলিফ্যান্ট পার্ক ও অ্যাম্ফিথিয়েটারে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।
ড্রোন ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠান পর্যবেক্ষণ করা হবে। স্ট্যান্ডবাই হিসেবে থাকবে এক্সক্লুসিভ রিকভারি অ্যান্ড বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম, ডগ স্কোয়াড এবং সোয়াট টিম।
বৃহস্পতিবার (৬ জুন) রাত ৮টা থেকে তিনটা পর্যন্ত ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ইউনিট অনুষ্ঠানস্থল সুইপিং করবে। রাত তিনটার সময় আয়োজকদের কাছে অনুষ্ঠানস্থল হস্তান্তর করা হবে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাত ৩টা থেকে হাতিরঝিলে নিরাপত্তার স্বার্থে গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। হাতিরঝিল কেন্দ্রিক মোট ৯টি গুরুত্বপূর্ণ জায়গায় রোড ব্লকার দিয়ে ডাইভারশন দেওয়া হবে। এছাড়া ৩২টি পয়েন্টে ফোর্স মোতায়েন করে অলিগলি থেকে গাড়ি বের হওয়া নিয়ন্ত্রণ করা হবে।
জনসাধারণের জন্য নির্দেশনা-
১. মহানগর প্রজেক্ট, মালিবাগ, রামপুরা কিংবা বাড্ডা থেকে গুলশান, বনানী, উত্তরা যাওয়ার জন্য গুলশান বাড্ডা লিংক রোড ব্যবহার করতে বলা হয়েছে।
২. রামপুরা, মালিবাগ কিংবা মহানগর প্রজেক্ট থেকে ফার্মগেট, রমনা কিংবা শাহবাগ আসার ক্ষেত্রে রামপুরা রোড হযে ওয়ারলেস গেট থেকে লেফট টার্ন করে মগবাজার মোড় ব্যবহার করে গন্তব্যে যেতে বলা হয়েছে।
৩. রমনা, শাহবাগ থেকে গুলশান, বনানী যাওয়ার জন্য মগবাজার ফ্লাইওভার হয়ে মহাখালী দিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও এসব এলাকা থেকে রামপুরা, মালিবাগ বা হাতিরঝিলে বসবাসরত বিভিন্ন প্রজেক্টে যাওয়ার জন্য মগবাজার মোড়, ওয়ারলেস গেট হয়ে রামপুরা রোড ব্যবহার করতে বলা হয়েছে।
৪. গুলশান, বনানী, উত্তরা থেকে রামপুরা, বাড্ডা, আফতাবনগর কিংবা মালিবাগ যাওয়ার ক্ষেত্রে হাতিরঝিল ব্যবহার না করে গুলশান বাড্ডা হয়ে লিংক রোড ব্যবহার করে বাড্ডা রামপুরা রোড ব্যবহার করার কথা বলা হয়েছে।
অনুষ্ঠানে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের গাড়ি পার্কিংয়ের স্থান-
সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ৭ জুন ম্যারাথন চলাকালীন রানারদের সুবিধার্থে হাতিরঝিলে গাড়ি চলাচল বন্ধ থাকবে বিধায় ডিএমপির ট্র্যাফিক তেজগাঁও বিভাগের পরিকল্পনায় ট্র্যাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হলো।
মিরপুর, ক্যান্টনমেন্ট বা উত্তরা থেকে আসার রাস্তা এবং পার্কিং: কাকলী ক্রসিং লেফট টার্ন-গুলশান-২, গুলশান-১, ড্রপিং পয়েন্ট বিএসএসএফ কনভেনশন হল; পার্কিং- বিএসএসএফ কনভেনশন হল থেকে গুলশান-১ পর্যন্ত রাস্তার দুই সাইডে এক লেন পার্কিং।
রমনা, ধানমন্ডি, মোহাম্মদপুর থেকে আসার রাস্তা এবং পার্কিং: মগবাজার ফ্লাইওভার-লাভরোড-তিব্বত-মহাখালী ইউটার্ন-ফনিক্স লেফট টার্ন-তেজগাঁও লিংক রোড-আড়ৎ; ড্রপিং পয়েন্ট- জিএমজি মোড়; পার্কিং- জিএমজি মোড় থেকে হাতিরঝিল সংযোগ সড়ক (প্রয়োজনে জিএমজি মোড় থেকে শান্ত টাওয়ার পর্যন্ত এক লেন)-রাজউকের নগর ব্যবস্থাপনা ভবনের ডিজিটাল পার্কিংয়ে।
মালিবাগ, রামপুরা, গুলশান বাড্ডা লিংক রোড থেকে আসার রাস্তা এবং পার্কিং: মার্জিবাগ-রামপুরা-গুলশান বাড্ডা লিংক রোড-গুলশান ১ লেফট টার্ন-পুলিশ প্লাজা; ড্রপিং পয়েন্ট বিএসএফ কনভেনশন হল; পার্কিং- বিএসএএফ কনভেনশন হল থেকে গুলশান-১ পর্যন্ত রাস্তার দুই সাইডে এক লেন পার্কিং।
মোটরসাইকেল আরোহীদের নিকেতন ৩নং গেইট এবং তার বিপরীত পাশের রাস্তা ও পুলিশ প্লাজার পেছনের রাস্তা পার্কিং স্পেসের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তা ছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী ও অতিথিদের পাশাপাশি ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]