বাজেট প্রণয়নের চেয়ে বাস্তবায়ন করা কঠিন : সানজিদা খানম
প্রকাশ : ২২ মে ২০২৪, ২৩:১১
বাজেট প্রণয়নের চেয়ে বাস্তবায়ন করা কঠিন : সানজিদা খানম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সারা পৃথিবী জুড়েই করোনা মহামারি পরবর্তী সময়ে অর্থনৈতিক স্থবিরতা এসেছে। সাথে ইউক্রেন-রাশিয়া, ফিলিস্তিন-ইজরাইলের যুদ্ধও বিশ্ব অর্থনীতিতে বিশাল প্রভাব বিস্তার করেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সেইসব প্রতিকূল পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলা করেছে। তাই বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় ও উন্নয়নের রোল মডেল। এতকিছুর পরেও বাজেট প্রণয়নের চেয়ে তা বাস্তবায়ন করা কঠিন। সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু বাজেট বাস্তবায়ন করা সম্ভব।


সানজিদা খানম আরো বলেন, ‘আমাদের সংসদ’ মাননীয় সংসদ সদস্যগণের জন্য অফলাইন এবং অনলাইনে বাজেট সম্পর্কিত তথ্য প্রাপ্তির যে সেবা নিশ্চিত করেছেন- সেজন্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও গবেষক উন্নয়ন সমন্বয়ক দলের সভাপতি ড. আতিউর রহমানের আন্তরিক ধন্যবাদ জানাই।


মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য অংশীজনদের বাজেট বিশ্লেষণে সহযোগিতার জন্য ‘আমাদের সংসদ’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।



২২ মে, ২০২৪ বুধবার সকাল সাড়ে দশটায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ মিলনায়তনে আয়োজনের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শামসুল হক টুকু এমপি, মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি এডভোকেট সানজিদা খানম এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, রাশেদ খান মেনন এমপি ও আনিসুল ইসলাম মাহমুদ এমপি।


সরকারের বাৎসরিক আয়-ব্যয়ের পরিকল্পনার দলিল হিসেবে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণের মাত্রা বাড়ানো দেশের গণতান্ত্রিক বিকাশের জন্য একান্ত জরুরি। তাই জাতীয় বাজেটের বিভিন্ন বিষয়গুলোকে যতটা সম্ভব সহজবোধ্যভাবে সর্বজনের নিকট পৌঁছানোর লক্ষ্যে একাগ্রভাবে কাজ করে যাচ্ছেন উন্নয়ন সমন্বয়ের গবেষক দল।


‘আমাদের সংসদ’ মোটা দাগে পাঁচ ধরনের কাজ করে- নাগরিক সংলাপ, গণমাধ্যমে বাজেট, প্রকাশনা, প্রশিক্ষণ ও সংসদে সেবা। যার প্রধান লক্ষ্য অংশগ্রহণমূলক বাজেটের মাধ্যমে গণতান্ত্রিক বিকাশ ঘটানো।


‘আমাদের সংসদ’ বাজেট বিশ্লেষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও গবেষক উন্নয়ন সমন্বয়ক দলের সভাপতি ড. আতিউর রহমান।


বিবার্তা/রোমেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com