
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার অভিযানে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৭ এপ্রিল থেকে যেসব বাড়িতে ও অফিসে এডিস মশার লার্ভা পাওয়া গেলেই জেল-জরিমানা করা হবে।
সোমবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর রূপনগর আবাসিক এলাকা, মিরপুর সেকশন ৭, ২৩ নম্বর রোডে ডেঙ্গু প্রতিরোধে একযোগে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচার অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, আগামী ২৭ এপ্রিল থেকে যেসব বাড়িতে ও অফিসে এডিস মশার লার্ভা পাওয়া যাবে জরিমানা করা হবে। ২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এ ৫ দিন জেল-জরিমান হবে না। যদি সরকারি অফিসে বা সিটি কর্পোরেশনের কোন অফিসে যদি এডিস মশার লার্ভা পাওয়া যায়, সেই অফিসের কর্মকর্তার বিরুদ্ধেও মামলা, জেল জরিমানা হবে।
মেয়র বলেন, মশা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী। কিন্তু অত্যন্ত হিংস্র। যার কামড়ে আমাদের মৃত্যু হচ্ছে। এই মৃত্যু ঠেকাতে হলে তিন দিনে একদিন জমা পানি ফেলে দিতে হবে। এলাকা পরিষ্কার করতে পারলে আমার জীবন বাঁচবে, আপনার জীবন বাঁচবে। একসঙ্গে কাজ করি প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]