
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রার সুবিধার্থে দুই ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। ট্রেন দুটি হলো- চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস। পূর্ব নির্ধারিত সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার সোনার বাংলা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ও উপকূল এক্সপ্রেস ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাবে।
সোমবার (১ এপ্রিল) রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক জনসংযোগ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ট্রেন দুইটির অফ-ডে ছিল। তা প্রত্যাহার করা হয়েছে। ছাড়ার আগ পর্যন্ত অনলাইন এবং কাউন্টার হতে যাত্রী সাধারণ টিকেট সংগ্রহ করতে পারবেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার (২ এপ্রিল) সাপ্তাহিক ছুটি বাতিল করে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে এবং উপকূল এক্সপ্রেস ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ট্রেন দুটির ছুটি বাতিল করা হয়েছে।
সোনার বাংলা বিকেল পৌনে ৫টায় চট্টগ্রাম থেকে ও বিকেল ৩টা ১০ মিনিটে উপকূল এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]