
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৬ এপ্রিলের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট।
আগামী ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করে রেলওয়ে। আগামী ৩ এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরু হবে। সেজন্য গত ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে। ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ এবং ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ।
এ ছাড়া ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ, ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ এবং চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।
এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে, যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]