দুই ট্রেনের সংঘর্ষ
৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৮:১৪
৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার ঈশ্বরদীর রেলওয়ে গেটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৬ ঘণ্টা পর ঢাকা-ঈশ্বরদী-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


বুধবার (২৭ মার্চ) সকাল ৬টায় রেলগেট থেকে দুর্ঘটনা কবলিত একটি ট্রেনের ইঞ্চিন ও বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


পাকশী বিভাগীয় প্রকৌশলী (ডিএন-২) বীরবল মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, দুর্ঘটনা কবলিত দুইটি ট্রেনের মধ্যে একটি ট্রেন এরইমধ্যে রেললাইন থেকে সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঈশ্বরদী জংশন স্টেশনে অপেক্ষারত ঢাকা থেকে খুলনা অভিমুখী চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল ৬টা ১৫ মিনিটে ঈশ্বরদী রেলগেট অতিক্রম করেছে।


জানা যায়, মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। তেলবাহী একটি ট্রেন খুলনা যাচ্ছিল। এটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন পার হয়ে ঈশ্বরদী রেলগেট এলাকায় পৌঁছালে অপর একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেন দুটির ইঞ্জিন ও একটি বগি দুমড়ে মুচড়ে যায়।


বিবার্তা/পলাশ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com