ভাঙ্গা-রূপদিয়া রেলপথে ১২০ কি.মি. বেগে চলবে পরীক্ষামূলক ট্রেন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১০:২৩
ভাঙ্গা-রূপদিয়া রেলপথে ১২০ কি.মি. বেগে চলবে পরীক্ষামূলক ট্রেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে রূপদিয়া স্টেশন পর্যন্ত নতুন নির্মিত ব্রডগেজ রেলপথে উচ্চগতিতে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় যেকোনো দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে।


সম্প্রতি এক সর্তকতামূলক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষ।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ ও ৩১ মার্চ ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে রূপদিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন উচ্চগতিতে চলাচল করবে। এসময় ট্রেনের গতি থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার।


আরো বলা হয়, ট্রেন চলাচলের সময় রেললাইনের ওপর জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষেধ এবং দণ্ডণীয় অপরাধ। পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় কোনো ধরনের দুর্ঘটনা/অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সংলগ্ন এলাকাবাসী ও এলাকায় চলাচলকারী সর্বসাধারণ পরিবারের শিশু, বৃদ্ধ, মানসিক প্রতিবন্ধি (যদি থাকে) এবং গৃহপালিত প্রাণীগুলোকে নিজ নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com