জিম্মি এমভি আবদুল্লাহ’র অদূরে ইইউ নৌ বাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১৩:১৮
জিম্মি এমভি আবদুল্লাহ’র অদূরে ইইউ নৌ বাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র কাছাকাছি অবস্থানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেভাল ফোর্সের একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছে সংস্থাটি।


গেল ১২ মার্চ ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি একটি জাহাজ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর থেকেই তাদের উদ্ধারে চেষ্টা করছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক সহযোগিতাও চাওয়া হচ্ছে।


এরই ধারাবাহিকতায় জিম্মি জাহাজটির ওপর নজরদারি চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের একটি দল। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইইউ নেভাল ফোর্স জানায়, সোমালিয়ার জলদস্যুদের কাছে থাকা এমভি আবদুল্লাহ’র কাছাকাছি অবস্থানে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।


ওই পোস্টে একটি ভিডিও ও তিনটি স্থিরচিত্র প্রকাশ করা হয়। তবে, বাংলাদেশি জাহাজটি উদ্ধারে কোনো অভিযান পরিচালনা করা হবে কিনা, সে বিষয়ে এখনো কিছুই জানায়নি ইইউ নেভাল ফোর্স।


যদিও এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজটি উদ্ধারে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক বাহিনী। যেখানে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করে সোমালি পুলিশও। তবে ভারতীয় নৌ বাহিনী এই অভিযানে অংশ নেবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্স আরও জানায়, গেল নভেম্বর থেকে বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। বাংলাদেশি জাহাজটি জিম্মির পর গেল দুই দিনে ভারত মহাসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী দুটি জাহাজেও হামলার চেষ্টা করে জলদস্যুরা।


এদিকে, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র কাছে ইইউ নেভির যুদ্ধজাহাজের উপস্থিতি জিম্মিদের মুক্তির আলোচনায় প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক। বাংলাদেশের অনুমতি ছাড়া জিম্মি জাহাজে কারেও অভিযান চালানোর সুযোগ নেই বলেও জানান তিনি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com