
লবণাক্ততার কারণে সুপেয় পানির অভাব দেখা দেয়া সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকায় নতুন কিছু প্রকল্প নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
শুক্রবার (২২ মার্চ) বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীতে সকালে একটি র্যালি শেষে তিনি বক্তব্য দেন। কল-কারখানার বর্জ্য পানিতে ফেলে যারা নদীর পানি দূষণ করছে, তাদের বিরুদ্ধে বন ও পরিবেশবিদরা কাজ করছে বলেও জানান জাহিদ ফারুক।
সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক খারাপ দিক থাকতে পারে; তবে ভালো দিকগুলোও তুলে ধরতে হবে।’
সুপেয় পানির অভাব রোধে পানির সঠিক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
এর আগে, সকাল ১০টায় পানিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে পানি ভবন থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত একটি র্যালি বের করা হয়। বেলা ১১টায় পানি ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]