রমজানে সিএনজি পাম্প ৬ ঘণ্টা বন্ধ থাকবে: নসরুল হামিদ
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১৬:০৭
রমজানে সিএনজি পাম্প ৬ ঘণ্টা বন্ধ থাকবে: নসরুল হামিদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।


১৩ মার্চ, বুধবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সেচ মৌসুম শুরু হয়ে গেছে। এজন্য আমরা নতুন টাইম শিডিউল ঠিক করেছি, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেচ পাম্প চালু থাকবে। সিএনজি স্টেশনগুলো ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। যা আগে ৬টা থেকে বন্ধ ছিল। আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত তা ৬ ঘণ্টা বন্ধ থাকবে।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু আমাদের একটি মাত্র এফএসআরইউ চালু আছে। আমাদের যে ইম্পপোর্টের গ্যাস ছিল, ২০ শতাংশ আমরা আমদানি করতাম, সে জায়গায় তা ১০ শতাংশে নেমে এসেছে।


নসরুল হামিদ আরও বলেন, আমাদের নিজস্ব যা ছিল তার থেকেও প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট উৎপাদন কমে গেছে। যে সকল এলাকাতে গ্যাসের সমস্যা আমি অনুরোধ করব তারা যেন এলপিজি ব্যাবহার করেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com