
ভারতের মহারাষ্ট্রের নবি মুম্বাইয়ে অবৈধভাবে অবস্থান করায় আটজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘ চার বছর সেখানে অবস্থান করায় তাদের গ্রেফতার করা হয়েছে দাবি করেছে বলে জানায় স্থানীয় পুলিশ।
তাদেরকে ভারতের পাসপোর্ট আইন ও বিদেশি আইনে গ্রেফতার দেখানো হয়।
মঙ্গলবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
সোমবার (১১ মার্চ) নবি মুম্বাই পুলিশের মানবপাচার বিরোধী একটি সেলের সদস্যরা শাহবাজ গ্রামের বেলাপুর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালান। এ সময় ফ্ল্যাটটি থেকে পাঁচজন নারী ও তিনজন পুরুষকে গ্রেফতার করা হয়, যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]