
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর এমপি।
বৈঠকে কমিটির সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি, চয়ন ইসলাম এমপি, ফেরদৌস আহমেদ এমপি, মোছা. জান্নাত আরা হেনরী এমপি, মো. নাইমুজ্জান ভুঁইয়া এমপি, সৈয়দ সায়েদুল হক এমপি এবং অনিমা মুক্তি গমেজ এমপি উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদের সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে উপস্থিত সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয় এবং মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সব শহিদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্ব স্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সব শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর, গণগ্রন্থাগার ও আর্কাইভ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য অধিদপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]