‘সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ ওপেন টেন্ডারে মাধ্যমে দেওয়া হবে’
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১৪:৫৭
‘সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ ওপেন টেন্ডারে মাধ্যমে দেওয়া হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০১৬ সালে অফশোরে মাল্টিক্লায়েন্ট সার্ভের কাজ শুরু হয়। টেন্ডার প্রসেস করতে গিয়ে ৩ বছর ও করোনার কারণে ২ বছর পিছিয়ে যায়। তবে এখন গভীর সমুদ্রের ১৩ হাজার কিলোমিটারের ডাটা আমাদের হাতে চলে এসেছে। আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ এখানে কাজ করতে আগ্রহ দেখিয়েছে। ওপেন টেন্ডারে মাধ্যমেই দেওয়া হবে এ অনুসন্ধানে কাজটি।


১১ মার্চ, সোমবার রাজধানীর পেট্রোবাংলা ভবনে আয়োজিত অফশোর বিডিং এরাউন্ড শীর্ষক সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, গভীর সমুদ্রে চিহ্নিত ২৪টি ব্লকের বিডিং রাউন্ড আমরা শুরু করতে যাচ্ছি। আমরা চাচ্ছি বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো বিডিংয়ে অংশগ্রহণ করুক।


প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই প্রতিযোগিতামূলকভাবে এই অফশোর বিডিংটি অনুষ্ঠিত হোক। আশা করছি আগামী সেপ্টেম্বরে বিডিং শেষ হবে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জ্বালানি বিভাগের সচিব নুরুল আমিনসহ অন্যান্যরা।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com