রমজানে মেট্রোরেলের সময় পরিবর্তন, ঈদের দিন চলাচল বন্ধ
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১৬:৫০
রমজানে মেট্রোরেলের সময় পরিবর্তন, ঈদের দিন চলাচল বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন রমজান মাসের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন হবে না। তবে শেষ ১৫ দিন রাতে ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এসময় মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে।


১০ মার্চ, রবিবার রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।


তিনি বলেন, রমজান মাসের প্রথম ১৫ দিন বর্তমান নিয়মেই মেট্রোরেল চলাচল করবে। শেষ ১৫ দিন উভয় দিকে একঘণ্টা করে সময় বাড়ানো হবে। সেই সময় আরো ১০টি মেট্রো ট্রেন চলাচল করবে। এতে সেই সময় দিনে মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। সেই সময় যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।


এমএন ছিদ্দিক আরও বলেন, কোনও অবস্থাতেই ইফতারের সময়ে কনকোর্স প্লাজা, প্লাটফর্ম ও মেট্রোরেলের ভেতরে কোনো খাবার গ্রহণ করা যাবে না। ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। তবে পুরো রমজান মাসেই শুধু ইফতারির আগ মুহূর্তে ২৫০ এমএল পানির বোতল বহন করা যাবে। পানি পানের পর বোতলটি নির্ধারিত ঝুড়িতে ফেলতে হবে বা সঙ্গে করে নিয়ে যেতে হবে।


এসময় ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল করবে না বলে জানান তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com