
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুন শর্টসার্কিট না গ্যাসের কারণে হয়েছে সেটা নিশ্চিত হতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ল্যাবে কেমিকেল টেস্ট করার পর জানা যাবে আগুনের প্রকৃত কারণ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি— ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সেটা কীভাবে, তা নিশ্চিত হওয়া যায়নি। আর নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার করা হবে।
এই ঘটনায় কারো দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সিআইডি প্রধান।
এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের সেই ভবনে আগুনের খবর পাওয়া যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট।
শেষ খবর পাওয়া অনুযায়ী— আগুনে মোট নিহত হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে ১ জন, ঢামেক হাসপাতালে ৩৩ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনের মরদেহ রয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]