
ফের মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঘণ্টাখানেক ধরে মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাৎক্ষণিক বিস্তারিত না জানালেও বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধ রাখা হয়েছে।
যানজটের নগরীতে স্বস্তির বাহন মেট্রোরেল বিভিন্ন কারণে প্রায়ই কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এতে বিপাকে পড়ছেন কর্মজীবী যাত্রীরা।
শনিবারও ‘টেকনিক্যাল ফল্টের’ (প্রযুক্তিগত ত্রুটি) কারণে বেলা ২টা ২০ মিনিটের পর উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নাসির উদ্দিন আহমেদ বলেন, টেকনিক্যাল ফল্টের কারণে মেট্রো চলাচল বন্ধ রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। এর আগেও যান্ত্রিক ত্রুটিতে কয়েকবার বন্ধ থাকে মেট্রোরেল।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]