এক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চালু
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৩
এক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চালু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এক ঘণ্টা পর আবারও চালু হয়েছে মেট্রোরেল সার্ভিস। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে চালু হয় মেট্রোরেল।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘণ্টাখানেক পর আবার রেলসেবা চালু হয় বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া ডেইলি স্টারকে জানান, শেওড়াপাড়া বা কাজীপাড়া এলাকায় ঘুড়ির কারণে মেট্রোরেল সার্ভিস কিছু সময়ের জন্য ব্যাহত হয়। ঘুড়িটি সরানো হয়েছে। রেলসেবা চালু হয়েছে।


এর আগে বুধবার বেলা ১টা ১০ মিনিটে রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে মতিঝিল-উত্তরামুখী চলাচল সাময়িক বন্ধ থাকে। এতে করে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকেই মেট্রোরেল স্টেশন থেকে নেমে রিকশায়, বাসে কিংবা পায়ে হেঁটে গন্তব্যে ছুটেছেন। জরুরি কাজে হাতে কম সময় নিয়ে যারা বের হয়েছিলেন তারা পড়েছেন চরম বিপদে।


যাত্রীরা বলছেন, এমন অপ্রীতিকর ভোগান্তি রোধে প্রয়োজন মেট্রোরেল লাইনের আশপাশের ভবন থেকে ঘুড়ি উড়ানো বন্ধ করা। এছাড়া এ বিষয়ে কড়াকড়ি আইন করাও এখন জরুরি।


এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল জানান, এদিন দুপুর ১টা ১০ মিনিটে তারের উপর ঘুড়িটি পড়ে। প্রতিবন্ধকতা সরিয়ে ট্রেনের চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করছেন বলেও জানান।


এর আগে গত ৪ ফেব্রুয়ারি মিরপুরের শেওড়াপাড়া-কাজীপাড়া মাঝামাঝি মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com